মানবিক শাখা হতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির জন্য যে সকল বই পড়তে হবে। Booklist for admision test
মানবিক শাখার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য যে সকল বই অনুসরণ করবে-
বাংলাদেশের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মূলত বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান বিষয়গুলো হতে প্রশ্ন করা হয়। তাই তোমাকে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। এই বিষয়গুলোর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ভালো মানের কিছু বইয়ের নাম নিচে দেওয়া হলো-
✔ বাংলার জন্য যে যে বই লাগবে-
এইচএসসি বোর্ড বই, অভিযাত্রী+ATM*/ বাংলা বিচিত্রা/ কিংবদন্তি। এগুলোর যেকোনো একটা কিনলেই হবে। তবে, অভিযাত্রী ও ATM বইদুটি আমার কাছে বেশি কার্যকর বলে মনে হয়।
✔ English এর জন্য যে যে বই লাগবে-
- Master*/English for Competitive Exam, MCQ Magic
✔ সাধারণ জ্ঞানের জন্য যে যে বই লাগবে-
- মিহির’স জিকে*/জোবায়ের'স জিকে/খন্দকার'স জিকে
✔ প্রশ্নব্যাংক- প্রিভিউ
অতিরিক্ত যা যা লাগবে-
১. ওরাকলের মানচিত্র (টেবিলের সামনে লাগিয়ে রাখবে। প্রতিদিন সকাল একবার পড়বে। )
২. বিসিএস প্রশ্নব্যাংক (১০ম থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন)
৩. সালতামামি (ডিসেম্বরে আসবে)
৪. প্রতিটি শুক্রবারে চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো অনুশীলন করবে। এক্ষেত্রে তুমি ’অগ্রদূত’ অথবা ‘জর্জ সিরিজ’ পেইজটা ফলো করে রাখবে।
কোন মন্তব্য নেই