ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শিক্ষাবৃত্তি ২০২৫ ।। Dhaka North City Corporation Scholarship 2025
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের বৃত্তি দিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
আজ ২৮শে আগস্ট, ২০২৫ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় বসবাসরত ১ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিবে তারা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবন ও সকল আঞ্চলিক কার্যালয় এবং কর্পোরেশনের ওয়েবসাইটে বৃত্তির জন্য নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে।
আবেদন করতে যা যা লাগবে-
১. নির্ধারিত আবেদন ফরম
২. সদ্য তোলা ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
৩. পূর্ববর্তী শ্রেণির মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/টেবুলেশন শিট এর সত্যায়িত কপি
৪. একাদশ শ্রেণির ক্ষেত্রে এস.এস.সি পরীক্ষার মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/টেবুলেশন শিট এর সত্যায়িত কপি।
৫. দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কলেজের বর্ষ পরিবর্তন (Year Change) পরীক্ষার মার্কশিট/একাডেমি ট্রান্সক্রিপ্ট/টেবুলেশন শিট এর সত্যায়িত কপি।
৬. শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক মেধা ও আচরণ সম্পর্কে প্রদত্ত সনদ
৭. সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর/সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পিতা/মাতা/আইনগত অভিভাবকের পেশা এবং আয়ের প্রত্যয়নপত্র ।
আরো পড়ুন: শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি
আবেদনের শেষ সময়- আগামী ৩০/০৯/২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অথবা প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ, নগর ভবন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জমা দেয়া যাবে।
আরো পড়ুন: ব্যাবিলন ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সার্কুলার।
বিজ্ঞপ্তি দেখুন
কোন মন্তব্য নেই