Header Ads

Header ADS

এককালীন শিক্ষাবৃত্তি দিবে বাগেরহাট জেলাপরিষদ ।। Bagerhat Zillaparishad Scholarship ।।

 

১১ই ডিসেম্বর,২০২৫ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, বাগেরহাট জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থায়নে মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। আবেদনকারীদের ২০২৫ সালে অনুষ্ঠিত এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জি.পি.এ ৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে জি.পি.এ ৪.৭৫ পেতে হবে। এ ছাড়া যে সকল ছাত্র-ছাত্রী চলতি বছরের ১৬.০৩.২০২৫ খ্রি. তারিখের পরে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়/ মেডিকেল কলেজ/প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের বাগেরহাট জেলা পরিষদের নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত শর্ত মোতাবেক আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

 

আবেদনের শেষ তারিখ- ০৮ই জানুয়ারি, ২০২৬

নিচে আবেদনের শর্তসমূহ বলা হলো-

 

শর্তাবলীঃ

০১। আবেদনকারীকে বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ধনী/সচ্ছল পরিবারের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।

 

০২। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের ২০২৫ সালে অনুষ্ঠিত এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জি.পি.এ ৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে জি.পি.এ ৪.৭৫ থাকতে হবে (আবেদন ফরম-ক এর জন্য প্রযোজ্য)।

 

০৩। আবেদনকারী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৬.০৩.২০২৫ খ্রি. তারিখের পর যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ/প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ভর্তির সুযোগ পেয়েছেন এরূপ প্রমাণক সংযুক্ত করতে হবে (আবেদন ফরম -খ এর জন্য প্রযোজ্য)। পূর্বে যারা এই ক্যাটাগরিতে আবেদন করেছেন বা বৃত্তির অর্থ গ্রহণ করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

 

০৪। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার নম্বরফর্দ/সনদের ফটোকপি এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি অধ্যক্ষ/বিভাগীয় প্রধান/প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে।

 

০৫। আবেদনকারীকে অবশ্যই বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা মর্মে ইউপি প্রশাসক/পৌর প্রশাসক/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আর্থিক অসচ্ছলতার প্রমাণ স্বরূপ আবেদন ফরমের ১১ নং ক্রমিকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ থাকতে হবে। (আবেদন ফরম -'ক' এর জন্য প্রযোজ্য)।

 

০৬। ২০২৫ সালে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী যারা এখনও কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি তারা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ সহ আবেদন করতে পারবেন।

 

০৭। আবেদন ফরম বাগেরহাট জেলা পরিষদ কার্যালয়/জেলা প্রশাসকের কার্যালয়/সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। এছাড়াও www.zpbagerhat.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করে আবেদন করা যাবে।

 

০৮। আবেদনকারীকে স্বহস্তে ফরম পূরণ পূর্বক পূর্ণনাম সহ স্বাক্ষর করতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 

০৯। নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদন ফরম আগামী ০৮.০১.২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি/ডাকযোগে গ্রহণ করা হবে। নির্ধারিত তারিখের পরে আর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

 

১০। এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।


এছাড়াও সার্কুলার ও আবেদন ফরম ডাউনলোড করুন- 

ক. সার্কুলার: PDF

খ. আবেদন ফরম নং-১: PDF

গ. আবেদন ফরম নং-২: PDF


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.