Header Ads

Header ADS

ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প ২০২৫ সার্কুলার প্রকাশিত ।। Babylon Scholarship 2025 ।। ব্যাবিলন শিক্ষাবৃত্তি ২০২৫

অবশেষে প্রকাশিত হলো ব্যাবিলন শিক্ষাবৃত্তি সার্কুলার।

আজ ২২শে আগস্ট, ২০২৫ তারিখে দৈনিক প্রথমআলো পত্রিকায় এক বিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হয় যে, ২০২৫ সালে এসএসসি পাস ছাত্র-ছাত্রীদের জন্য ব্যালিলন গ্রুপের শিক্ষাবৃত্তি প্রকল্পের ১১তম পর্ব ঘোষণা করা হচ্ছে। সমাজের প্রতি দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতকল্পে ‍উক্ত প্রকল্পের আওতায় ব্যাবিলন গ্রুপ নিয়মিতভাবে সহযোগিতা করছে। যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিমাসে মেধা অনুযায়ী আর্থিক সহযোগিতা পাবে, যাতে তারা দুই বছর ধরে উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে। 


যারা আবেদন করতে পারবে- ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। 

আবেদনের যোগ্যতা- গোল্ডেন জিপিএ ৫.০০ 


আবেদন করতে যা যা লাগবে- 

১. শিক্ষাবৃত্তির জন্য আবেদনপত্র (নিজ হাতে লিখলে সবচেয়ে ভালো)। 
২. এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (সত্যায়িত)

৩. সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অস্বচ্ছলতার সার্টিফিকেট (সত্যায়িত)

৪. কলেজে ভর্তির সনদ/প্রমাণপত্র (সত্যায়িত)

৫.  একটি পূর্ণাঙ্গ বায়োডাটা (পূর্ণ ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর, পরিবারের সদস্য সংখ্যা, তাদের পেশা ও আয়ের বর্ণনা) অবশ্যই সত্যায়িত করতে হবে। 

৭. শিক্ষার্থীর ছবি। 

আরো পড়ুন: ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত!

যেভাবে আবেদন করতে হবে: উপর্যুক্ত কাগজপত্র সংগ্রহ করে তা স্ক্যান করে পিডিএফ ফাইল babylon.scholarship@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলে সাবজেক্ট হিসেবে Babylon Scholarship  লিখতে হবে। ই-মেইল ব্যতীত ব্যাবিলন গ্রুপে প্রেরিত সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 

আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২৫


সার্কুলার 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.