Header Ads

Header ADS

সেভেন সিস্টার্স কি ।। সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর নাম সহজেই মনে রাখার কৌশল ।। Seven Sisters

 

আজকের আমরা জানব সেভেন সিস্টার্স কী? 

"সেভেন সিস্টার্স" হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে বোঝানোর জন্য ব্যবহৃত একটি পরিচিত নাম। এই সাতটি রাজ্য পারস্পরিকভাবে সংযুক্ত এবং সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গভীর সম্পর্কযুক্ত। তারা মিলিতভাবে ভারতের "সেভেন সিস্টার্স" নামে পরিচিত। এই সাতটি রাজ্য হল:

1. আসাম (Assam)
2. মিজোরাম (Mizoram)
3. ত্রিপুরা (Tripura)
4. মেঘালয় (Meghalaya)
5. অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)
6. নাগাল্যান্ড (Nagaland)
7. মণিপুর (Manipur)


🔶 ভারতের সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর নাম মনে রাখার টেকনিক: আমিত্রি মে অনাম।

অর্থাৎ, আ- আসাম, মি- মিজোরাম, ত্রি- ত্রিপুরা, মে- মেঘালয়, অ- অরুণাচল, না- নাগাল্যান্ড, ম- মণিপুর




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.