Header Ads

Header ADS

বাংলাদেশের জাতীয় পশু বাঘের বর্ণনা। National animal of Bangladesh

  আজকের আলোচনা করব বাংলাদেশের জাতীয় পশু বাঘ সম্পর্কে

বাংলাদেশের জাতীয় পশু খ্যাত বাঘ সম্পর্কে বিস্তারিত জানতে এই ব্লগটি বিস্তারিত পড়ুন। 

বাঘ ( Royal Bengal Tiger)  Carnivora বর্গের Felidae গোত্রের বৃহত্তম বনবিড়াল। রয়েল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ (Panthera tigris tigris) বাংলাদেশের জাতীয় পশু। দেহবর্ণ গাঢ়-হলুদ থেকে লালচে হলুদ, তাতে লম্বা কালো ডোরা, পেছন ও উরুতেই বেশি। পেটের দিক সাদাটে। বাচ্চারাও ডোরাসহ জন্মে। হলুদ রঙের লেজে অনেকগুলি কালো বেড়, আগা কালো। কানের পেছন কালো রঙের, তাতে একটি স্পষ্ট সাদা দাগ।


 চোখের মণি গোল। নখর থাবার ভিতরে ঢোকে। মাথাসহ দৈর্ঘ্য ১৪০-২৮০ সেমি, লেজ ৬০-১১০ সেমি, কাঁধ পর্যায়ে  উচ্চতা ৯৫-১১০ সেমি। বাঘ ও বাঘিনীর ওজন যথাক্রমে ১৮০-২৮০ এবং ১১৫-১৮৫ কেজি, বাঘিনী আকারেও ছোট। Guinness Book of World Records অনুসারে সবচেয়ে ভারি ওজনের বাঘ হলো ১,০২৫ পাউন্ড ওজনের আমুর বা সাইবেরীয় পুরুষ বাঘ Panthera tigris attaica। সাধারণত সাইবেরীয় বাঘেরাই বেশি ভারি, পুরুষ প্রায়শ ৩ শতাধিক কেজি, আর সুমাত্রার বাঘের (Panthera tigris sumatrae) ওজন মাত্র ১৩০ কেজি।

বাঘ রাতেই বেশি শিকার করে। বড় প্রাণী শিকারের সময় বাঘ শ্বাসনালি কামড়ে ধরে এবং সম্মুখপেশীর সাহায্যে শিকারকে আঁকড়ে ধরে মাটিতে আছড়ে ফেলে। শিকার দমবন্ধ হয়ে না মরা পর্যন্ত বাঘ গলা আঁকড়ে ধরেই থাকে।


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.