Header Ads

Header ADS

এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫ : আবেদন করার নিয়ম । dbbl scholarship 2025

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫। dbbl scholarship 2025 ।  

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত! 



ডাচ্‌-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে থাকে। এই ধারাবাহিকতায় ২০২৫ সালের এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে: 

বৃত্তির জন্য যারা আবেদন করতে পারবেন: ২০২৫ সালের SSC পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন। 

বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা: জেলা ও সিটি কর্পোরেশন এলাকার প্রতিষ্ঠান হতে ২০২৫ সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ কমপক্ষে ৫:০০ এবং গ্রামীণ/অনগ্রসর এলাকার প্রতিষ্ঠান হতে ২০২৫ সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত কমপক্ষে জিপিএ ৪.৮৩ থাকতে হবে। 

বৃত্তির পরিমাণ ও সময়কাল: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এইচএসসি (একাদশ-দ্বাদশ) শ্রেণিতে ২ বছর অধ্যয়নকালীন প্রতিমাসে ২৫০০ টাকা হারে বৃত্তি পাবেন। সে সাথে পাঠ্য উপকরণ ও পোশাক পরিচ্ছদের জন্য বার্ষিক আরও (২৫০০+১০০০ = ৩৫০০) টাকা পাবেন। 


আবেদন করতে যা যা লাগবে: 
ক) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি। 
খ) আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের 
রঙিন ছবির স্ক্যান কপি।
গ) এস.এস.সি/সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। 

যেভাবে আবেদন করতে হবে: ২০২৫ সালের এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপর্যুক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের (app.dutchbanglabank.com/DBBLScholarship ) ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট, ২০২৫। 
প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫ । 
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্‌-বাংলা ব্যাংক এর উপর্যুক্ত ওয়েবসাইট হতে “Primary Selection Letter" এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর। 


বৃত্তির অন্যান্য নীতিমালা: 
১. যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্‌-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। 

২. গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রর-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে। 

৩. আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে। অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়েই বাতিল বলে গণ্য হবে। 


বি:দ্র: আপনি যদি নিজে নিজে আবেদন করতে না পারেন, তাহলে আমাদের মাধ্যমে আবেদন করাতে পারবেন। আমরা ঘরে বসে স্বল্প খরচে নির্ভুলভাবে আবেদন করে দিয়ে থাকি।  আমাদের মাধ্যমে আবেদন করাতে নিচের What's app নাম্বারে মেসেজ করুন। What's app- 01571-257996

মনে রাখবেন, আমরা কাউকে বৃত্তি দেই না।  আমরা কেবল নির্ভুলভাবে আবেদন করে দিতে পারব। 


সার্কুলার দেখুন





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.