ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়েছে। ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির উপবৃত্তির টাকা বিতরণ সংক্রান্ত নোটিশ।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়েছে। গত ১৮ই জুন, ২০২৫ তারিখে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের ওয়েবসাইটে এক বিজ্ঞাপ্তির মাধ্যমে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তায়নাধীন সমন্বিত উপবৃ্ত্তি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২৪ এবং জানুয়ারি-জুন/২০২৫ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি’র অর্থ বিতরণ কার্যক্রম গত ১৯.০৬.২০২৫ তারিখ হতে শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, HSP-MIS সফটওয়্যারে বিদ্যমান ৬ষ্ঠ থেকে ১২শ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগি শিক্ষার্থী/অভিভাবকের একাউন্ট নম্বরে জুলাই-ডিসেম্বর/২০২৪ এবং জানুয়ারি-জুন/২০২৫ কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি’র অর্থ G2P পদ্ধতিতে প্রেরণ করা হবে। উপবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী/অভিভাবকের সংশ্লিষ্ট একাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে MFS কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী/অভিভাবকের একাউন্ট নম্বরে প্রদান করা হবে।
লক্ষণীয় বিষয়: উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য, একাউন্ট নম্বর, একাউন্ট নম্বরের পিন অথবা OTP নম্বর অন্য কারো সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়।
উপবৃত্তির অর্থ কে কত পাচ্ছেন, দেখে নিন।
#১ম_কিস্তিতে (জুলাই-ডিসেম্বর/২০২৪)
উপবৃত্তি প্রাপ্তির শ্রেণি (২০২৪ সাল অনুযায়ী) ভিত্তিক হার-
৬ষ্ঠ (মাদ্রাসাসহ) শ্রেণি- ১২০০/- (প্রতি শিক্ষার্থী)
৮ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ১৫০০/- (প্রতি শিক্ষার্থী)
৯ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ১৮০০/- (প্রতি শিক্ষার্থী)
১০ম (মাদ্রাসাসহ) শ্রেণি পরীক্ষার ফিসহ- ২৮০০/- (প্রতি শিক্ষার্থী)
১১শ (মাদ্রাসাসহ) শ্রেণি (বিজ্ঞান) বই ক্রয়সহ- ৩৯০০/- (প্রতি শিক্ষার্থী)
১১শ (মাদ্রাসাসহ) শ্রেণি (অন্যান্য) বই ক্রয়সহ- ৩৪০০/- (প্রতি শিক্ষার্থী)
১২শ (মাদ্রাসাসহ) শ্রেণি- ২৪০০ (প্রতি শিক্ষার্থী
#২য়_কিস্তিতে (জানুয়ারি-জুন/২০২৫)
উপবৃত্তি প্রাপ্তির শ্রেণি (২০২৫ সাল অনুযায়ী) ভিত্তিক হার-
৬ষ্ঠ (মাদ্রাসাসহ) শ্রেণি- ১২০০/- (প্রতি শিক্ষার্থী)
৭ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ১২০০/- (প্রতি শিক্ষার্থী)
৮ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ১৫০০/- (প্রতি শিক্ষার্থী)
৯ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ১৮০০/- (প্রতি শিক্ষার্থী)
১০ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ১৮০০/- (প্রতি শিক্ষার্থী)
১১শ (মাদ্রাসাসহ) শ্রেণি- ২৪০০ (প্রতি শিক্ষার্থী)
১২শ (মাদ্রাসাসহ) শ্রেণি (বিজ্ঞান) পরীক্ষার ফিসহ- ৩৬০০/- (প্রতি শিক্ষার্থী)
১২শ (মাদ্রাসাসহ) শ্রেণি (অন্যান্য) পরীক্ষার ফিসহ- ৩৪০০/- (প্রতি শিক্ষার্থী)
নিচের নোটিশ দেখুন
নিয়মিত সবার আগে শিক্ষাবৃত্তির সার্কুলার ও আপডেট পেতে আমাদের পেইজটি লাইক ও ফলো করে পাশে থাকুন। যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে- https://t.me/scholarshipview
উত্তরমুছুন